সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুন ২০২০
ভিশন ও মিশন
ভিশন
- শিক্ষার গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে মানব সম্পদের সুপ্ত সম্ভাবনাময় শক্তির স্বাভাবিক বিকাশ ঘটানো,(যেমন-অনবদ্য উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির সৃষ্টি, সূক্ষ্মতর বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশ, কল্পনাপ্রবণ ও স্বপ্নদর্শী নেতৃত্ব গঠন) যাতে করে আগামীর প্রয়োজনকে সহজে বরণ ও চরণ করতে পারে।
মিশন
- শিক্ষার্থী বান্ধব চমৎকার অধ্যয়নের সুযোগ প্রদানে সর্বোচ্চ চেষ্টা করা।
- কর্মক্ষেত্র স্থানিক হলেও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে কাজ করা।
- মানব মনস্তত্ত্ব গবেষণা এবং সে অনুযায়ী আগামীর প্রয়োজনকে মোকাবেলা করা।
- মূল্যবোধ, মানদণ্ড এবং স্বকীয় অনুপম প্রথাকে অক্ষুণ্ণ রেখে বিষয়ভিত্তিক গবেষণা বৃদ্ধি করা।
- কোন বিষয়কে দেখা, উপলব্ধি করা, কল্পনা করা এবং সেটাকে বাস্তব প্রতিচ্ছবিতে রূপদান করা।