শিক্ষার গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে মানব সম্পদের সুপ্ত সম্ভাবনাময় শক্তির স্বাভাবিক বিকাশ ঘটানো,(যেমন-অনবদ্য উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির সৃষ্টি, সূক্ষ্মতর বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশ, কল্পনাপ্রবণ ও স্বপ্নদর্শী নেতৃত্ব গঠন) যাতে করে আগামীর প্রয়োজনকে সহজে বরণ ও চরণ করতে পারে।
মিশন
শিক্ষার্থী বান্ধব চমৎকার অধ্যয়নের সুযোগ প্রদানে সর্বোচ্চ চেষ্টা করা।
কর্মক্ষেত্র স্থানিক হলেও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে কাজ করা।
মানব মনস্তত্ত্ব গবেষণা এবং সে অনুযায়ী আগামীর প্রয়োজনকে মোকাবেলা করা।
মূল্যবোধ, মানদণ্ড এবং স্বকীয় অনুপম প্রথাকে অক্ষুণ্ণ রেখে বিষয়ভিত্তিক গবেষণা বৃদ্ধি করা।
কোন বিষয়কে দেখা, উপলব্ধি করা, কল্পনা করা এবং সেটাকে বাস্তব প্রতিচ্ছবিতে রূপদান করা।