সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুন ২০২০
উল্লেখযোগ্য সাফল্য
- ৪ বছর মেয়াদী বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সফলতার সাথে সম্পূর্ণকরণ ।
- ই-জিপি ব্যবস্থাপনার মাধ্যমে টেন্ডার করন।
- কলেজের সার্বিক নিরাপত্তা ব্যাবস্থায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার অর্ন্তভূক্ত করন ।
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের সাথে সংযুক্ত থেকে কলেজের ওয়েবপোর্টাল/ওয়েবসাইট চালুকরণ ।
- বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করন।
- আইসিটি রিসোর্স সেন্টার স্থাপন করন।
- জবপ্লেসমেন্ট সেল স্থাপন করন।
- নিয়মিত পাঠ্যক্রমের উন্নতকরণ/আপগ্রেডকরণ।
- ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫০% ছাত্র/ছাত্রীকে সরকার নির্ধারিত হারে সেমিস্টার ভিত্তিক মেধা বৃত্তি প্রদান।